Post

ChatGPT-5-এর সবচেয়ে বড় আপগ্রেড কী? এক জায়গায় সব!

🚀 ChatGPT-5 এর যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো — এখন সবকিছু এক জায়গায় পাওয়া যায়।

আগে AI ব্যবহার করে একটা বড় কাজ করা ছিলো অনেক ঝক্কির ব্যাপার।

আপনি যদি sales data নিয়ে কাজ করতে চান, প্রথমেই খুলতে হতো o3-mini — কারণ deep reasoning, numbers বিশ্লেষণ, complex calculation — এসব ওর হাতের খেল।

সেখান থেকে insight বের করে নিলেন, কিন্তু presentation-এ বসানোর জন্য সুন্দর visuals দরকার হলো।

তখন যাওয়া GPT-4o-তে — language flow ভালো, চার্ট বানাতে decent।

কিন্তু o3-mini যা বিশ্লেষণ করেছে, সেটা আবার 4o-কে শুরু থেকে বুঝিয়ে বলতে হতো, কারণ context শেয়ার হতো না।

এরপর যদি background বা design দরকার হয়, খোলা DALL·E — slide-এর জন্য image তৈরি করতে।

DALL·E design বানিয়ে দিত, কিন্তু চার্ট আর টেক্সটের সাথে মেলাতে হলে আবার adjust করতে হতো, আলাদা brief দিয়ে।

হঠাৎ fresh data লাগল?

মোড বদলে Browse with Bing চালু করতে হতো — নতুন তথ্য এনে আবার main model-এ ফিরতে হতো, যেন ফাইল হাতে হাতে এক ডেস্ক থেকে অন্য ডেস্কে দৌড়াচ্ছেন।

আর যদি মাঝপথে কোনো automation script দরকার হয়, তখন o1 খুলে code লিখিয়ে নিতে হতো।

এইভাবে model বদলাতে বদলাতে, প্রতিবার আগের কথাগুলো আবার ব্যাখ্যা করে, শেষমেষ একসাথে সব জোড়া লাগাতে হতো।

এখন GPT-5 এ এসে পুরো দৃশ্যপট বদলে গেছে।

আমি একবারে বলি—
“Sales data (CSV) থেকে top 5 trend বের করো, চার্ট বানাও, branded slide তৈরি করো, logo বসিয়ে client-ready PDF দাও।”

GPT-5 একসাথে সব করে দেয়।

Data analysis, চার্ট ডিজাইন, slide layout, image add, logo placement—সব এক continuous flow-তে।

কোনো context হারায় না, মাঝপথে আমি বললেও—
“background dark করো, font বড় করো”—ও সব instantly adjust করে, আগের data আর design মাথায় রেখেই।

আগে GPT-4o, o3-mini, o1, DALL·E, Browse with Bing — এরা সবাই আলাদা specialist ছিল।

এখন GPT-5 সেই পুরো টিমের project manager, developer, designer, researcher—সব একসাথে।

এটাই আমার কাছে সবচেয়ে বড় upgrade মনে হয়েছে—most underrated, but most convenient. শুধু ChatGPT-5-কে একবার brief দিলে, পুরো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যায়। 🥱

This post is licensed under CC BY 4.0 by the author.